রোগীরা রেডিওথেরাপি বা বিকিরণ চিকিৎসা পাচ্ছে না দেশের সবচেয়ে বড় ক্যানসার হাসপাতালে। বর্তমানে এই চিকিৎসার প্রায় সব কটি যন্ত্র নষ্ট হয়ে আছে। শুধু তা ই নয় কর্তৃপক্ষই সুনির্দিষ্ট করে বলতেও পারছে না কবে নাগাদ এসব যন্ত্র ঠিক হবে, কবে নাগাদ নতুন যন্ত্র আসবে এবং কবে নাগাদ রোগীরা আবার রেডিওথেরাপি পাওয়া শুরু করবে। যদিও ঠিক সময়ে এই চিকিৎসার অভাবে কোনো কোনো ক্যানসার রোগী পুরোপুরি সুস্থ হয়ে উঠে না।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের ক্যানসার চিকিৎসার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। সারা বছরই ক্যানসার রোগীর ভিড় থাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত এ হাসপাতালে । ১০০০ থেকে ১২০০ রোগী প্রায় প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন।যদিও এখানে রোগীরা স্বল্প খরচে রেডিওথেরাপি নিতে পারে তবে বর্তমানে সেই সেবা পুরোপুরি বন্ধ হয়ে আছে।
হাসপাতালের একজন কর্মকর্তা থেকে জানা যায়, বৈদ্যুতিক লাইন নষ্ট হওয়ায় যন্ত্রটি এখন আর চালানো যাচ্ছে না। এদিকে রোগীরা জানান, হাসপাতাল থেকে তথ্য পেয়েছেন ইঁদুর যন্ত্রের তার কেটে দিয়েছে। বিষটি নিয়ে কথা বলেন পরিচালক অধ্যাপক মো. নিজামুল হক। তিনি জানান, ‘ইঁদুর যন্ত্রের তার কেটেছে, এটা নিশ্চিত বলা যাচ্ছে না। আমরা বোঝার চেষ্টা করছি।’