ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ সুন্দরবন দিবস

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৪ ফেব্রুয়ারি ‘সুন্দরবন দিবস’। দুই দশক ধরে দিনটি উদযাপন হয়ে আসছে খুলনাসহ উপকূলীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল ।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি, প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠন সম্মেলনে অংশগ্রহণ করে । উক্ত সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এরপর থেকে বাংলাদেশে দিবসটি উদযাপন করে আসছে বিভিন্ন সংগঠন ।

নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও সুন্দরবন দিবসের মূল অনুষ্ঠানটি হবে খুলনায়।
তথ্য সূত্রে জানা যায়, বতমানে সুন্দরবনে ৫ হাজার প্রজাতির সম্পূরক উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]