আজ পহেলা ফাল্গুন।সারা বছর ধরে বসন্ত প্রেমিকরা অপেক্ষায় থাকেন এ বর্ণিল ফাল্গুন। ভালোবাসা আর বসন্ত মিলে আজ উৎসবে মাতোয়ারা পুরো দেশ। রাজধানীসহ সারাদেশের তরুণ-তরুণীদের মনে ঋতুরাজের আগমনী দিনে আজ আনন্দের হাট বসেছে।
ঠিক যেনো আজ কোথাও আর হারিয়ে যেতে নেই মানা। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন মিলে এ উৎসবে নতুন মাত্রা যোগ করেছে। বাসন্তী রঙা শাড়ি পরে, খোঁপায় গাঁদা, পলাশসহ নানা রঙের ফুল গুঁজে তরুণীরা বেরিয়ে পড়েছেন শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাঙালির সাংস্কৃতিক উৎসব অমর একুশে বইমেলা পর্যন্ত।
সেই মন ভুলানো সুবাস আগের মতো যেন মেলে না প্রকৃতিতে। পলাশ, শিমুল ফুটলেও চলার পথে লাল গালিচা বিছিয়ে দেয় না আগের মতো। আগেরকার দিনের মতো ফাল্গুনের এ বসন্তে গাছের ডালে কোকিলের ডাক শোনা যায় না অনবরত।মূলত বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের আঘাত বেশ ভালোভাবেই টের পাচ্ছে বাংলায়। আমগাছেও কমে গেছে আমের মুকুল। কিন্তু পরিবর্তন হয়নি প্রেমিক মনের। সবকিছু অনুপস্থিত থাকলেও বসন্ত বাঙালির মনে জাগায় আলাদা এক অনুভূতি।
রাজধানীতে দিনব্যাপী এবারও জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বসন্তবরণের অনুষ্ঠান শুরু হয়েছে। দিনভর চলবে সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজন করেছে।-শাওন