ড্রেসিংরুমে ধূমপানের ঘটনায় খালেদ মাহমুদকে শাস্তির আওতায় এনেছে বিসিবি। খুলনা টাইগার্স তার কোচিংয়ে খেলে স্রেফ মাত্র তিন ম্যাচ জিততে পারে। এ পরিস্থিতির মধ্যে টানটান উত্তেজনার মুহূর্তে একদম শেষ ম্যাচে ড্রেসিংরুমে ধূমপান করে সমালোচনায় পড়েন তিনি। অবশেষে শৃঙ্খলাভঙ্গের কারণে এজন্য শাস্তিও পেতে হলো খালেদ মাহমুদকে।
আজ সোমবার( ১৩ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, আলাদা আলাদা ঘটনায় খালেদ মাহমুদ সুজন, শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে শাস্তি দেওয়া হয়েছে। লেভেল-১ ভঙ্গ করায় তাদের তিনজনকেই গুনতে হবে ম্যাচ ফির ৩০ শতাংশ।এদিকে এই ঘটনায় দুটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তাদের খাতায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]