ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩ এর শুভ উদ্বোধন!

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাসান রায়হান, ক্যাম্পাস প্রতিনিধি:
রবিবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো ঠাকুরগাঁও সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৩।

ঠাকুরগাঁও সরকারি কলেজের তিন দিন ব্যাপী অনুষ্ঠীতব্য ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি প্রফেসর মোঃ আব্দুল জলিল।

অনুষ্ঠনে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার এবং অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোঃ রফিকুল আলম । এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ দুলাল উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ মানিক হোসেন সরকার, শারমিন আহম্মেদ সহ কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও কর্মচারীগন।

অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন, এবং উপ কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন সব শেষে ক্রীড়া অনুষ্ঠানের সাথে জড়িত সকলের সহযোগীতা কামনা করে বক্তব্য শেষ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]