গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর অভিযোগে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এদিকে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ,কয়েকটি বিস্ফোরণের শব্দে আজ সোমবার ভোরে কেঁপে ওঠে গাজা উপত্যকা।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা একটি ভূগর্ভস্থ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। সেখানে হামাস রকেট নির্মাণ করে আসছে । তবে তাৎক্ষণিক এই বিমান হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালানোর হয়েছে। পশ্চিম তীরের প্রত্যক্ষদর্শীরা জানান, ইহুদি সেনারা নাবলুসের একটি বাড়ির চারপাশে অবস্থান করে । এক পযায়ে সেখানে বন্দুকযুদ্ধ হয়। তাতে হতাহতের আশঙ্কা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com