ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিসিএস ক্যাডার থেকে পরবর্তী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে নানা জল্পনার পর প্রকাশ্যে আসল ২২তম রাষ্ট্রপতির নাম। দুদকের সাবেক কমিশনার মো.সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করা হয়।

এর আগে একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী প্রফেসর ড. রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। তিনি এক পুত্রসন্তানের বাবা।

১৯৮০ সালে কর্মজীবনে সাহাবুদ্দিন চুপ্পু আইন পেশায় যোগ দেন। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮২ সালে ক্যাডারের (বিচার) জন্য নির্বাচিত হয়ে মুন্সেফ (সহকারী জজ) পদে যোগ দেন।অবশেষে ২০০৬ সালে তিনি যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করে অবসরে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]