ঢাকা২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রাণ বাঁচাতে সেবন করেছেন প্রস্রাব, ৯৪ ঘন্টা পর উদ্ধার

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ধ্বংসস্তূপের নিচ থেকে তুরস্কের উদ্ধারকারীরা ১৭ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশ থেকে উদ্ধার করা হয় এই যুবককে। জানা যায়, ভূমিকম্পের ৯৪ ঘণ্টা পর উদ্ধার হওয়া এই কিশোর বেঁচে থাকার জন্য নিজের ‘প্রস্রাব’ পান করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গাজিয়ানটেপের সেহিতকামিলের একটি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচ থেকে আদনান মুহাম্মেত কুরকুতকে উদ্ধার করা হয়। কুরকুত উদ্ধারকারীদের জানান, বেঁচে থাকার জন্য নিজের ‘প্রস্রাব’ পান করেছেন তিনি। এসময় উদ্ধারকারীদের অপেক্ষায় ছিলেন বলেও জানান কুরতুক।

এক প্রশ্নের জবাবে কুরকুত বলেন, “বেঁচে থাকার জন্য আমি নিজের প্রস্রাব পান করেছি এবং আল্লাহকে ধন্যবাদ জানাই আমি বেঁচে আছি। আমি আপনাদের জন্য অপেক্ষা করেছি। আপনারা এসেছেন, আল্লাহকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।”-BRT World

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com