গত এক বছর ধরে বিল গেটস এর আশ পাশে ক্যামেরাবন্দি হয়েছেন এই রহস্যময়ী। তবে তার সম্পর্কে এতোটা কারোই জানার আগ্রহ ছিল না। যেহেতু পরিচয় জানা ছিল না। মিডিয়া থেকে শুরু করে সবার আগ্রহ ছিল অনুপস্থিত।
সম্প্রতি রহস্যের পর্দা সরিয়ে প্রকাশ্যে আসেন রহস্যময়ী এই বিল-সঙ্গিনী। জানা যায়, তিনি আর কেউ নন ৬৭ বছর বয়সী বিলের নতুন প্রেম পাওলা। যার পুরো নাম পওলা হার্ড।
বিল-পওলার এক বন্ধু জানিয়েছে, ‘‘সংবাদমাধ্যম পওলাকে রহস্যময়ী বলছে ঠিকই, তবে একটা বিষয়ে এখন আর কোনও রহস্য নেই। ওঁরা দু’জনেই প্রেমের সম্পর্কে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছেন।’’
যদিও পওলা বয়সে বিলের থেকে ৭ বছরের ছোট। তিনি এখন ৬০। এককালের প্রযুক্তি অধিকর্তা পওলা এখন একজন ইভেন্ট প্ল্যানার। তিনি বিভিন্ন কর্পোরেট সংস্থার অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়া অবসরে সমাজকল্যাণের কাজও করেন তিনি। এছাড়া অর্থ দিয়ে সাহায্য করে আসছেন বহু সংস্থাকে।-আনন্দ বাজার