ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলে মুক্তার বাহিনীর দিন-দুপুরে ছিনতায়ের অভিযোগ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছিনতাইয়ের এক সক্রিয় সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাসপোর্টধারী যাত্রীসহ ব্যবসায়ীরা পড়ছেন ছিনতাই ও চাঁদাবাজির বিড়ম্বনায়।
এসব সিন্ডিকেট চক্রের হোতারা কখনো সাংবাদিক, কখনো প্রশাসনের লোক পরিচয় দিয়ে সহজ সরল পাসপোর্টধারী যাত্রী ও ব্যবসায়ীদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।

আজ বৃহস্পতিবার (৯ই ফেব্রুয়ারি) এ বিষয়টি নিয়ে ফরিদপুর নগরকান্দা থানার বাসিন্দা মোঃ লিমন হোসেন (৪১) বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যবসায়ী লিমন জানান, গত ০৮ জানুয়ারি সন্ধ্যার সময় বর্ডারের দোকান থেকে কিছু কসমেটিক্স ও চকলেট ক্রয় করে ইজিবাইক যোগে বেনাপোল বাজারে আসছিলেন। পথে মধ্যে ছোট আঁচড়া নামক স্থানে পৌছালে বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড সাদিপুর গ্রামের বল্টু শিকদার ছেলে মুক্তার সহ আরও ২জন আমাকে ইজিবাইক সহ দাঁড় করিয়ে বলে, “আমার নিকট গাঁজা আছে”; আমি বলি, আমার কাছে এসব কিছু নেই। কিন্তু তারা মানতে নারাজ। আমার কাছে থাকা কসমেটিক্স ও চকলেট দেখে মুক্তার বলে, “ এগুলো সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছিস, ১০,০০০/-(দশ হাজার) টাকা দে তা না হলে এগুলো দিয়ে তোকে চালান দেব।“
এছাড়া সে আমাকে বিভিন্ন রকম ভয়ভীতি দিয়ে আমার কাছে থাকা ২৫০০/-(দুই হাজার পাঁচ শত) টাকা কেড়ে নিয়ে ছেড়ে দেয়। আমি থানায় ফোন করতে গেলে তারা আমার মোবাইল কেড়ে নিতে যায়।

বেনাপোল চেকপোষ্টের ব্যবসায়ীরা জানান, সাদিপুরের মুক্তার বিভিন্ন অপকর্মের হোতা। তার নামে হত্যা, মানবপাচার, হোন্ডী সহ একাধিক মামলা আছে। বর্তমানে সে চেকপোষ্ট ইমিগ্রেশনকে কেন্দ্র করে একটি চক্র গড়ে তুলেছে। এছাড়া সে প্রশাসনকে ধোঁকা দিতে সাংবাদিক পরিচয় দিয়ে থাকে।

মুক্তারের বিষয়ে সিনিয়র এক সাংবাদিক জানান, সাদিপুর গ্রামের মুক্তার নিজের নাম ভালো করে লিখতে পারে না। সে কিভাবে সাংবাদিক হয় আমাদের বোধগম্য নয়। এছাড়া তার অপকর্মের কোন শেষ নেই। এসব অপকর্ম ঢাকতে সাংবাদিক পেশাকে সমাজে ব্যবহার করার চেষ্টা করে আসছেন তিনি। যেটা সাংবাদিক পেশাকে কলুশিত করছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার তারেক রহমান জানান, “মোঃ লিমন হোসেন (৪১) নামে একজন ব্যবসায়ী সাদিপুর গ্রামের বল্টু শিকদার ছেলে মুক্তারকে বিবাদী করে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করব।“

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]