ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় পদযাত্রা ডেকে গভীর রাতেই স্থগিত করেছে বিএনপি

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

আজ বৃহস্পতিবার ঢাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচির কথা ছিল। দলীয় অভ্যন্তরীণ সিদ্ধান্তে এ পদযাত্রাকে স্থগিত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গতকাল বুধবার গভীর রাতে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির তারিখ পরে জানানো হবে।

বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা জানিয়েছেন, আজকের কর্মসূচি স্থগিত হলেও ঢাকায় ১২ ফেব্রুয়ারির (রোববার) পদযাত্রা কর্মসূচি বহাল থাকবে। গত মঙ্গলবার বিএনপি এই দুটি কর্মসূচি ঘোষণা করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com