ঢাকা৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন রবীনা টন্ডন

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

অক্ষয় কুমার-রবীনা টন্ডন নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো জুটি।এ দুই তারকার প্রায় একই সময়ে বলিউডে অভিষেক হয়। এ জুটির প্রেম নিয়ে বলিপাড়ায় কম গুঞ্জন ছড়ায়নি। সেই গুঞ্জন যে ভিত্তিহীন ছিল, এমনটা নয়। রীতিমতো সম্পর্কে নিমজ্জিত ছিলেন অক্ষয়-রবীনা। মূলত ‘মোহরা’ ছবির সেটে পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। দু’জনের রসায়ন চরমে উঠেছিল ‘টিপ টিপ বরসা পানি’ গানটির দৃশ্যায়নের সময়।বেশ কিছু ছবিতে পরবর্তীতে একসঙ্গে কাজও করেন তাঁরা। এ প্রেমপর্ব বাগ্‌দান পর্যন্তও গড়িয়েছিল। এক সময় বাগ্‌দানের কথা স্বীকারও করেন দু’জনে। কিন্তু অন্য এক নায়িকার জন্য অক্ষয় বাগ্‌দান ভাঙেন বলে জানা যায়। এ বার এত বছর পর অক্ষয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ‘পদ্মশ্রী’ রবীনা।

যখন অক্ষয়-রবীনার প্রেম ভাঙে, বিস্তর কাদা ছোড়াছুড়ি হয়েছিল। রবীনার তরফে বিভিন্ন অভিযোগও শোনা গিয়েছিল। তার পর সময় পেরিয়েছে, শিল্পপতি অনিল থডানীকে বিয়ে করেছেন রবীনা। ২০০১ সালে টুইঙ্কল খান্নার সঙ্গে ঘর বেঁধেছেন অক্ষয়।

এত বছর পর রবীনা অক্ষয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানান, তিনি বাগ্‌দান পর্ব ভুলেই গিয়েছেন। এভাবেই প্রকাশ্যে দীর্ঘ্য দিনের বিচ্ছেদকে তুলে ধরেন রাবি না।-আনন্দ বাজার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]