ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালকে হারিয়ে বিপিএল জয়ের স্বপ্ন দেখছে কুমিল্লা

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

যদিও শুরুটা হারের মাধ্যমে শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন সেরা দুইয়ে স্থান করে নিয়েছে দলটি।

আজ মঙ্গলবার ৯ বল বাকি থাকতেই হাই-ভোল্টেজ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে পাঁচ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল।

দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১২১ রান করেও জয়ের প্রায় দ্বারপ্রান্তে চলে গিয়েছিলো ফরচুন বরিশাল । কিন্তু শেষ মুহূর্তে ঘটল ঠিক বিপরীত কিছু। অবশেষে ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে রাসেলের ব্যাটিং এর ঝড়ের কাছে হারতে হলো ফরচুন বরিশালকে।

এদিকে বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেলো কুমিল্লা। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ১৬। সিলেট স্ট্রাইকার্সও সমান পয়েন্টে রয়েছে । যদিও কুমিল্লা রানরেটে পিছিয়ে রয়েছে। অন্যদিকে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বরিশাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]