ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উপহারের গাড়ি আনতে গিয়ে জরিমানা গুনলেন হিরো আলম

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা করছে পুলিশ। এ সময় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, হিরো আলম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক এম. মুখলিছুর রহমানের বাড়িতে উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন । এ সময় পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে তাকে জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এ জরিমানা ধার্য করে হাইওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, ‘শায়েস্তাগঞ্জ থানার সামনের মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর ২ হাজার ৫০০ টাকার মামলা দেওয়া হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com