প্রচণ্ড তাপদাহে সৃষ্ট দাবানলে দক্ষিণ আমেরিকার দেশ চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। ঘটনার পর অত্র অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার ( ৪ জানুয়ারি) কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নেওয়ার কথা জানায়।
মাই রিসিও তাপিয়া (দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান) বলেন, বুধবার থেকে দাবানল ছড়িয়ে পড়ার পর শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৪৭ হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে। শুধু শান্তা জুয়ানা পৌর এলাকাতেই ১১ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে চিলির কৃষিমন্ত্রী এস্তেবান ভ্যালেনজুয়েলা জানান, শুক্রবার বিকালে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। এতে দুই ক্রু প্রাণ হারান।
সৃষ্ট দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য তার ছুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট গাব্রিয়েল বরিচ। সৃষ্ট দাবানলে বর্তমানে ১৭৮টি স্থানে আগুন জ্বলছে। সূত্র: এবিসি