রবিউল ইসলাম বেনাপোল,(যশোর)প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে প্রায় ১৪ লাখ হুন্ডির টাকা ও ২৮ টি সিম কার্ড সহ আলমগীর হোসেন (৩৮) নামের এক হুন্ডি ও স্বর্ন চোরাচালানীকে আটক করেছে যশোর ৪৯ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৩১ শে জানুয়ারী) রাত ৯ টায় বেনাপোল বলফিল্ড এলাকায় তার নিজ বাসা থেকে আটক করা হয়।
আটক আলমগীর হোসেন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে।বর্তমানে সে বেনাপোল পোর্ট থানার বলফিল্ড এলাকায় বসবাস করে।
এলাকা বাসী সুত্রে জানা যায়, আটক আলমগীর হোসেন দীর্ঘ দিন হুন্ডি ও স্বর্ণ ব্যবসার সাথে জড়িত তার বাসা বেনাপোলের পোর্ট থানাধীন পুটখালী গ্রামে।সে কিছুদিন আগে এক ব্যক্তির নিকট থেকে ১ কোটি টাকা দিয়ে বাড়িটি ক্রয় করে বর্তমানে এখানে বসাবাস করছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণে হুন্ডির টাকা নিয়ে এক হুন্ডি পাচারকারী বেনাপোল বলফিল্ডের সামনে একটি বাসায় অবস্থান করছে। এমন খবরে, সেখানে অভিযান চালিয়ে ২৮ টি সিম কার্ড ও প্রায় ১৪ লাখ টাকা সহ তাকে আটক করা হয়।
আটককের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।