ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ

বার্তা বিভাগ
ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

‘পড় বই, গড় দেশ : বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হতে যাচ্ছে
অমর একুশে বইমেলা । আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করবেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি লেখক সেলিনা হোসেন সভাপতিত্ব করবেন এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত সাতটি বইয়ের মোড়ক উন্মোচন ছাড়াও ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২’ বিজয়ীদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

এবারের বই মেলায় ৬০১টি প্রতিষ্ঠানকে মোট ৯০১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এ স্টলগুলোর মধ্যো বাংলা একাডেমি মাঠে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। তাছাড়া এ বছর প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে মোট ৩৮টি ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com