ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ধর্ষণ মামলায় কথিত ধর্মগুরু আসারাম বাপু’র যাবজ্জীবন কারাদন্ড

বার্তা বিভাগ
জানুয়ারি ৩১, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আরও একটি ধর্ষণ মামলায় ভারতের স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই মামলাটি হয়েছিল ২০১৩ সালে । আজ মঙ্গলবার আলোচিত এ ধর্ষণের মামলায় গুজরাটের একটি আদালত আসারাম বাপুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ।এদিকে এ মামলাতে সোমবারই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আসারামের বিরুদ্ধে ধর্ষণ মামলাটি করেছিলেন নিজের আশ্রমের এক প্রাক্তন শিষ্যা । সেই অভিযোগের ভিত্তিতে মামলা চলছিল এতদিন।
এছাড়াও আসারামের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা, মহিলাদের সঙ্গে অপরাধমূলক কাজ করা, মারধর করা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল।
আহমেদাবাদের একটি থানায় ২০১৩ সালের ৬ অক্টোবর আসারামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। সাথে আরও ৬জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। এছাড়াও ২০০১-২০০৬ সাল পর্যন্ত সুরাটের এক নারী আসারামের আশ্রমে থাকতেন। উক্ত নারী সেই সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন।এক পযায় তিনি আশ্রম থেকে পালিয়ে যান।

বর্তমানে ৮১ বছর বয়সী আসারাম যোধপুর জেলে রয়েছেন। এদিকে ২০১৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে জেল খাটছেন তিনি।সূত্র-এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]