ভারতের রাষ্ট্রপতি ভবনের মোঘল গার্ডেনের নাম পরিবর্তন করল করল মোদি সরকার। আজ (২৮ জানুয়ারি) শনিবার কেন্দ্রীয় সরকার মোঘল গার্ডেনের নতুন নাম দিল ‘অমৃত উদ্যান’।
আগামীকাল (রবিবার) নতুন নামের অমৃত উদ্যানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী। এদিকে ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ-এই দু’মাস জনসাধারণের প্রবেশের জন্য খোলা থাকে রাষ্ট্রপতি ভবনের বাগান। সেই সময় বাগানে মৌসুমি ফুল ফোটে। তা দেখতে ভিড় জমান বহু মানুষ।
মূলত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে মোদি সরকার ‘অমৃত মহোৎসব’ পালন করছে । আর সে সূত্রেই মোঘল গার্ডেনের নতুন নামকরণ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডেপুটি প্রেস সচিব নবিকা গুপ্ত বলেন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। তার সঙ্গে মিলিয়েই দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের বাগানকে ‘অমৃত উদ্যান’ নাম দেওয়া হয়।’’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]