রবিউল ইসলাম বেনাপোল (যশোর) প্রতিনিধি ঃ
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে ভারতে পাচার কালে (৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের) ৭০ পিচ স্বর্ণের বার ও ১টি প্রাইভেট কার সহ ২ জন কে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকালে শার্শা উপজেলার কায়বা ইউনিয়ানের পাঁচকায়বা আম বাগানের কাছ থেকে তাদের কে আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত দেবেন মোড়লের ছেলে মোঃ শফিকুল ইসলাম ও চাঁদপুর জেলার কচুয়া থানার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে মোঃ হান্নান প্রধান ।
এসময় শার্শা থানার গোগা ইউনিয়ানের আমলা গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ ইয়াকুব ব্যাকা নামে এক আসামি দৌড়ে পালিয়ে যায়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি ) অধিনায়ক লেঃ র্কনেল মোহাম্মদ তানভির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচকায়বা নামক স্থানে আম বাগানের মধ্যে অবস্থান নেন টহলরত বিজিবির একটি ইউনিট। এক পর্যায় ১টি সাদা রঙের প্রাইভেট আসতে দেখে সংকেত দিয়ে গাড়িটি থামানো হয় । প্রাইভেট কারের ভিতরে থাকা ২ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক মনে হলে টহলরত বিজিবি দল প্রাইভেট কারটি তল্লাসী করেন. গাড়ীর ডান পাশে থাকা স্টিয়ারিং এর সামনে মিটার গেজে স্টিলের বক্সের ভিতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মৃল্য (৬,৬৬,৯৬,৪০৮/-) ছয় কোটি ছেষট্রি লক্ষ ছিয়ানব্বই হাজার চারশত আট টাকা।