ভোলায় নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে । তথ্য সূত্রে জানা যায়, এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। ঠিকাদার হিসেবে নতুন এ কূপটির খননের কাজ করছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এ সুসংবাদ দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ (২৩ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভোলা নর্থ-২ এ গ্যাস পাওয়া সন্ধান পাওয়া যায়। এ কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। যা জ্বালানি খাতে গুরুত্বপূণ ভূমিকা রাখবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]