ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানব কল্যাণে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি)’

বার্তা বিভাগ
জানুয়ারি ১৬, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোসা: বেবিয়ারা খাতুন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:

মানুষের পাশে থেকে সেবা দিতেই গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি) কাজ করে যাচ্ছে। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সেবাদানকারী প্রতিষ্ঠান গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি)। মানুষের জীবন বাঁচিয়ে, মুখে হাসি ফুটিয়ে তৃপ্তি পান এর সদস্যরা।

প্রতিদিন বহু অসুস্থ রোগীকে দেন রক্ত, পাশাপাশি মাদকবিরোধী কর্মকাণ্ড ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি পালন করে জনসচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির সদস্যরা। সমাজে আশার আলো ছড়াচ্ছেন সংগঠনটির কর্মীরা।

অসহায় মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণসহ সংগঠনের নানাবিধ জন কল্যানকর কার্যক্রমে গোটা এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে অতি অল্পসময়েই।

২০২১সালে ১১ই জানুয়ারি সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। শিবগঞ্জ উপজেলার কিছু যুবক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তাঁদের সঙ্গে যোগ দেন বেশ কিছু উদ্যোমী যুবক।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলমগীর জয় জানান, ‘মানব‌ সেবাকে সাম‌নে রে‌খেই দেশের জন্য কাজ করছি। মানু‌ষের সেবা প্রদা‌নে যে আনন্দ ও তৃ‌প্তি র‌য়ে‌ছে তা অন্যকিছু‌তে নেই।’

তিনি আরও জানান, ‘ক‌রোনাকা‌লে এক প্রকার জীব‌নের ঝু‌ঁকি নি‌য়েই বিভিন্ন সেবামুলক কাজ করেছি প্রত্যেকটি সদস্য। আমি ম‌নে ক‌রি, বিপদ ও সংঙ্কটাপর্ণ সম‌য়ে আমারদের‌কে এগি‌য়ে অ‌সতে হ‌বে। সরকার ও জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে আমরা আরও বেশি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি সকলের কাছে দোয়া কামনা করেছি ‘

উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, ‘গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি) সংঠনের বিভিন্ন প্রোগ্রামে আমি যুক্ত থাকি। তাদের সকল সদস্য খুবই আন্তরিক ও মানব সেবী এবং তিনি সুনামের সাথে এগিয়ে চলা উক্ত সংগঠনের সাফল্য কামনা করেন।’

উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, ‘গৌড় শিবগঞ্জ (ম্যাংগো সিটি) একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠনের প্রত্যেকটি কার্যক্রম আমার খুবই ভালো লাগে উক্ত সংগঠনের সাফল্য কামনা করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]