আশরাফুজ্জামান, জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ:
`স্বাস্হ্য-ই সুস্বাস্থ্যের অধিকারী, চিকিৎসা নিন সুস্থ থাকুন’, সেবার মানোন্নয়নে করতে এসবি মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ গ্রাম ডাক্তারদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা আয়োজন করেন।
আজ রবিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর সংলগ্ন এসবি মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাজী মোঃ জাহিদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা গ্রাম ডাঃ এর সভাপতি মোঃ আইয়ুব হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) কনসালটেন্ট গাইনী ডাঃ রাজীব রায়, বিশেষ অতিথি ডাঃ মোহাম্মদ বিন মিজান- এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য), এমবিবিএস গাইনী প্রসূতি আট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ ডাঃ নওশিন হাবিবা,উপজেলা পল্লী ডাঃ সমিতির উপদেষ্টা মোঃ ইয়াকুব আলী, এম,এম কাসেদ সহ প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান।
সভার সভাপতি ও প্রধান অতিথি এবং বিশেষ বক্তরা তাদের বক্তব্যের মধ্যে স্বাস্থ্যসেবার মান নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করে এসবি মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে প্রতিটি স্বাস্থ্য খাতে প্রত্যাশা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সেবামূলক খাতসমূহের মধ্যে স্বাস্থ্য খাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যসেবা বাণিজ্যখাতে পরিণত না হয়ে জনমূখী হয় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দৃষ্টি দেয়ার জন্য আহ্বান জানান।’ হাসপাতালের বর্তমান সেবা সম্পর্কে বক্তব্য প্রদান করেন আর-ও মো, ডাঃ এহসানুল কবির, তাছাড়া হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনে নিয়মিত রোগীর আনা-নেওয়ার জন্য ফ্রি সার্ভিস এ্যাম্বুলেন্স ব্যবহার, অসহায় রোগীদের চিকিৎসার জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান সহ নির্ধারিত পোশাকের ব্যবস্থা করা, ডিউটি রোস্টার দৃশ্যমান করা; প্রত্যেক ওয়ার্ডের বাথরুম/গোসলখানাগুলো নিয়মিত পরিষ্কারের মাধ্যমে “পুরুষ / মহিলা” আলাদাভাবে চিহ্নিত করা, নিজস্ব একটি ওয়েব পোর্টাল চালু করা, তথ্যকেন্দ্র অথবা হেল্পডেস্ক স্থাপন করা ইত্যাদি স্বাস্থ্যসেবা সম্পর্কিত এসবি মেমোরিয়াল হাসপাতাল পর্যবেক্ষণ। মুক্ত আলোচনায় উপস্থিত গ্রাম ডাক্তার ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ হাসপাতালের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্য বক্তরা বলেন, ‘হাসপাতালে সেবার মান পূর্বের তুলনায় উন্নত হয়েছে এবং যে সীমাবদ্ধতা রয়েছে সকলের প্রচেষ্টায় সমাধান সম্ভব হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত সকলকে এসবি মেমোরিয়াল হাসপাতাল এর মাকিল পক্ষ বাবলু ফকির ও সামাদ ফকির ধন্যবাদ জ্ঞাপন করেন।