বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠেয় ৭-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’ টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, প্রশিক্ষক, রেফারী, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ, টুর্নামেন্ট ডাইরেক্টর কর্তৃক ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: মোতাহার হোসেন সাজু, জনাব মো: মাসুদ করিম, টুর্নামেন্ট ডিরেক্টর ও সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ জনাব জনাথ স্টাবস (গ্রেটবৃটেন) সহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পন শেষে সকল বিদেশী খেলোয়াড়, প্রশিক্ষক, কর্মকর্তা ও অফিসিয়ালগণ ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেন।
উল্লেখ্য, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান, কম্বোডিয়া, লাও, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ও মালদ্বীপ হতের ২০ জন বালক ও ১৪ জন বালিকা, ১০ জন প্রশিক্ষক ও অভিভাবকগণ অংশগ্রহণ করছেন। -অনলাইন ডেস্ক