হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখায় জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় তেলকুপি বিশ্বাসটোলা দারুন কোরআন নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করে।
মূলত তেলকুপি বিশ্বাসটোলা দারুন কোরআন নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার ছাত্ররা পাঁচ পারা গ্রুপে দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করেছে।
সফলতার হাত ধরে আরও এক ধাপ এগিয়ে তেলকুপি বিশ্বাসটোলা দারুল কুরআন নূরানী হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসা।
অত্র মাদরাসার সভাপতি মোঃ শীশ মোহাম্মদ সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনারা তেলকুপি বিশ্বাসটোলা দারুন কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা কমিটি ও ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করবেন, তারা যেন পরবর্তীতে আরো ভালো করতে পারে।’ -মোসা:বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ।