ঢাকা১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

২০২৩ আইটএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বার্তা বিভাগ
জানুয়ারি ৮, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় আগামী ০৯-১৯ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ‘২০২৩ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশীপস’ টেনিস প্রতিযোগিতার শুভ উদ্বোধন রমনা শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স অনুষ্ঠিত হয়েছে।

জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জনাব আজম জে. চৌধুরী, চেয়ারম্যান, ইস্ট কোস্ট গ্রুপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় টুর্নামেন্ট ডিরেক্টর জনাব আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সাধারণ সম্পাদক বাংলাদেশ টেনিস ফেডারেশন, সহ-সভাপতি জনাব মোতাহার হোসেন সাজু, জনাব মো: সেলিম, নেয়াজ আহমেদ, আইটিএফ রিপ্রেজেন্টেটিভ জনাব জনাথন স্টাবস উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ কম্বোডিয়া, লাও, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান, মালদ্বীপ ও পাকিস্তান দল হতে ২০ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড় অংশগ্রহন করছে। -অনলাইন ডেস্ক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]