ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ার দুই আসনেই হিরো আলমের মনোনয়ন বাতিল

বার্তা বিভাগ
জানুয়ারি ৮, ২০২৩ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম কর্তৃক এ ঘোষণা দেয়া হয়।

তিনি জানান, ‘আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল পাওয়া গেছে। সেখানে কয়েকজন ভোটারের সমর্থনের মিথ্যা তথ্য পাওয়ায় মনোনয়ন বাতিল করা হয়।’

উল্লেখ্য যে, বিএনপির দুই সংসদ সদস্য পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর বগুড়ার দুটি আসন থেকেই উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছিলেন হিরো আলম। আসন দুটি হলো বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)।
এদিকে কোনো আসন থেকেই প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছিলেন মি: আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]