আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুরান বারুংকা মডেল মাদরাসার উদ্বোধন করা হয়েছে।
বালিজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জহুর তালুকদারের সভাপতিত্বে ও মাদরাসার সভাপতি মোঃ সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন।
আজ রবিবার সকাল ১১ টায় মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদরাসার অধ্যক্ষ মোঃ আলী নূর, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, বালিজুরী এইচ এ উলুম সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হারিছ উদ্দিন, দারুলহুদা দাখিল মাদরাসার সুপার মোঃ আনোয়ার হোসাইন।
শাহ মোশাহিদ আলম ফয়সালের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিজুরী এইচ এ উলুম সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মুসলিম উদ্দিন তালুকদার, আনোয়াপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদ মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক তালুকদার, বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী বিকাশ রঞ্জন তালুকদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ ছমির উদ্দিন, মোঃ আলা উদ্দিন, আলিম উদ্দিন, নাসির উদ্দীন, হারিছ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, কাজিম উদ্দিন, মোঃ মাসুক মিয়া, জালাল উদ্দীন, সেলিম আহমদ, রিয়াজ উদ্দিন, সাবেক মেম্বার মোঃ কমরুল আলম, ডা. তছকির আহমদ, মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) জাকারিয়া আহমদ, ইবতেদায়ী শিক্ষক রিমা আক্তার, ইবতেদায়ী মৌলভী মোছাদ্দিকা আক্তার, শ্রী রঞ্জন তালুকদার প্রমুখ। অনলাইন ডেস্ক/সুনামগঞ্জ