ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন

বার্তা বিভাগ
জানুয়ারি ৭, ২০২৩ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ চীন ও তাইওয়ানকে পৃথককারী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, (৬ জানুয়ারি) আর্লেগ বার্গ শ্রেণির ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ চুং-হুন রুটিন ট্রানজিটের অংশ হিসেবে তাইওয়ান প্রণালি অতিক্রম করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন এবং মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র যে বদ্ধপরিকর। এটা প্রদর্শনের জন্য তাইওয়ান প্রণালিতে চুং-হুনের এই সমুদ্রযাত্রা।

এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ পেনজিউ। এক বিবৃতিতে তিনি সমস্যা তৈরির চেষ্টা, উত্তেজনা বাড়ানো এবং শান্তি ও স্থিতিশীলতা নষ্টের জন্য এমন উসকানিমূলক পদক্ষেপ থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসার আহ্বান জানান। -বিবিসি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]