ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামালপুরে দারাজে জন্মদিনের কার্ড অর্ডার করে পেলেন- প্লাস্টিকের বস্তা

বার্তা বিভাগ
জানুয়ারি ১, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাইনুল ইসলাম
জামালপুর প্রতিনিধি

দারাজের অনলাইন অ্যাপসে জন্মদিনের কার্ডের অর্ডার করে প্লাস্টিকের বস্তার টুকরো পেলেন জামালপুরের মেলান্দহের রাকিব হাসান নয়ন (২৩) নামে এক শিক্ষার্থী।

রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জা আজম অডিটোরিয়ামের সামনে থেকে ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেল বুঝে নেওয়ার পর সেটি খুলে বস্তার টুকরা দেখতে পান তিনি।
রাকিব হাসান উপজেলার ছবিলাপুর কাহেতপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন।

এ বিষয়ে রাকিব হাসান বলেন, ২৫ ডিসেম্বর দারাজের অনলাইন অ্যাপ থেকে জন্মদিনের একটি কার্ড অর্ডার করি। দুপুরে ফোন দিয়ে জানানো হয় তার পার্সেলটি এসেছে। পরে টাকা পেমেন্ট করে পার্সেলটি খুলে দেখি জন্মদিনের কোনো কার্ড নেই। কার্ডের পরিবর্তে রয়েছে প্লাস্টিকের বস্তার তিন টুকরা। ডেলিভারি ম্যানকে জানালে তিনি পার্সেলটি ফেরত দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান।

এ বিষয়ে জামালপুরের দারাজের অফিসের কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “দারাজ অনলাইন থেকে জন্মদিনের কার্ডের পরিবর্তে প্লাস্টিকের বস্তার তিনটি টুকরো এসেছে বলে জেনেছি। ভুক্তভোগীকে এ বিষয়ে ভোক্তা অধিকার আইনে মামলা করার পরামর্শ দিয়েছি।”

এ বিষয়ে জানতে দারাজের হটলাইন নম্বরে কল দিলে প্রিয়াঙ্কা নামের একজন জানান, “বিষয়টি অপ্রত্যাশিত। আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]