ঢাকা২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়া কর্তৃক ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপনাস্ত্র নিক্ষেপ, ভুপাতিত করা হয় ৫৪ টি বলছে-ইউক্রেন

বার্তা বিভাগ
ডিসেম্বর ৩০, ২০২২ ৮:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ক্ষেপণাস্ত্র বর্ষণের তান্ডব চালিয়েছে রাশিয়া। এদিকে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘বিবেকহীন বর্বরতা’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। এ নিয়ে একটি টুইট করেছেন তিনি এবং বলেছেন, ‘নববর্ষের আগে শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরগুলোয় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এটাকে বিবেকহীন বর্বরতা বলা যায়।

অপরদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ৫৪টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে । ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি জানান, ‘প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।’ অবশ্য এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পদোলিয়াক বলেন, ‘রাশিয়া অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ ‍সূত্র: আল জাজিরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com