ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে শাহজাদপুরে পড়ালেখার খরচ না পেয়ে অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

বার্তা বিভাগ
ডিসেম্বর ২৯, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি।

পড়ালেখার প্রয়োজনীয় খরচ পরিবারের কাছ থেকে না পেয়ে ও পিতার উপর অভিমান করে নাইম ইসলাম (২১) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদাই গ্রামে এই ঘটনা ঘটে। নাইম ইসলাম চর কাদাই গ্রামের ওয়ার্কশপ ব্যাবসায়ী সহিদুল ইসলামের বড় ছেলে ও পটুয়াখালী পলিটেকনিক কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বেলতৈল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক উপস্থিত হন।
প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত নির্জন একটি জায়গায় আম গাছের সাথে গায়ের চাদর পেচিয়ে নাইমকে ঝুলন্ত অবস্থায় তার চাচী দেখতে পায়। পরে তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে নাইমের দেহ গাছ উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে নিহত নাইমের পরিবার সূত্রে জানা যায়, সকালে পড়ালেখার খরচের বিষয় নিয়ে তার বাবা নাইমকে বকা দেয়। হয়তো এই কারনে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে ব্যাতিক্রম কোন বক্তব্য পাওয়া যায়নি।,
এই ঘটনায় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন বলেন, আমরা খবর পেয়েই নিহতের বাড়িতে উপস্থিত হয়েছি। এসময় পরিবারের সদস্য, প্রতিবেশী ও এলাকার জনসাধারণের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে এটা আত্মহত্যা।,
তিনি আরও বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]