মোঃ মাইনুল ইসলাম, জামালপুর প্রতিনিধি।
জামালপুরের ইসলামপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড সর্বসাধারণের মাঝে তুলে ধরার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় চিনারচর উত্তর পাড়া এলাকাবাসীর আয়োজনে, মৌলভীবাড়ি জামে মসজিদ মাঠে এ আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বোর্ড অব ট্রাষ্টী, ডাঃ খোরশেদুজ্জামান মিশ্রী মিয়া কল্যাণ ট্রাস্টের প্রধান এস এম শাহীনুজ্জামান (শাহীন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নূর ইসলাম (নূর ), উপজেলা শাখার সাবেক শ্রম বিষয়ক সম্পাদক,এস এম জাহাঙ্গীর আলম,
ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কথা, প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনার বিষয়ে। অপপ্রচার, ইভটিজিং, গুজব, সাম্প্রদায়িকতা, বাল্য বিয়ে ও মাদকের প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলে সচেতনামূলক সহ আলোচনা করেন।