ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটুয়াখালীতে বৈশাখী টেলিভিশন এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
ডিসেম্বর ২৭, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মু. জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রতিনিধি- পটুয়াখালী।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের উদ্যোগে বৈশাখী টেলিভিশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের একটি বিশ্বস্ত নাম বৈশাখী টেলিভিশন। আজ (২৭ ডিসেম্বর ) সকাল ১০ টায় ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সাথী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছে। অতিথিবৃন্দ বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]