মু. জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রতিনিধি, পটুয়াখালী।
পটুয়াখালী জেলার কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লি থেকে পড়ে ঝাউ জো পিং (৫২) নামের এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, আজ (রবিবার )বিকাল পাঁচটার দিকে ধানখালী ইউনিয়নের আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রের দুপুরের পরে বেশ কিছু চাইনিজ শ্রমিক ও বাঙালী শ্রমিক ওই বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের চুল্লিতে (৮৬ ফুট উপরে) কাজ করতেছিলেন। সেইফটি বেল্ড না থাকায় ঝাউ জো পিং উপর থেকে নিচে পড়ে যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]