‘শুভ বড়দিন’ আজ। খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। আজকের এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করেন। তারা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখাতে ও পরিচালিত করতে যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথ উদ্যোগে বড়দিন উদযাপনে রাজধানীর সব গির্জায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে । গির্জাগুলোয় নিরাপত্তার পাশাপাশি খ্রিস্টান অধ্যুষিত এলাকা ও প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। যে-কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় র্যাব ও পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন করতে বলা হয়েছে।