গত ১৮/১২/২০২২ তারিখে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা প্রাঙ্গণে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আজাদ মিয়ার সঞ্চালনায়,উপজেলা সহকারী কমিশনার ভুমি -আসাদুজ্জামান রনি এর সভাপতিত্বে এর মূল কার্যক্রম শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার । একে একে বক্তব্য রাখেন মোঃ ইমরান হোসেন, আইসিটি অফিসার, তৌফিক আহমেদ, সমাজ সেবা অফিসার, রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বিশিষ্ট সাংবাদিক এবং দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, তাহিরপুর উপজেলা। প্রধান অতিথি ছিলেন সুপ্রভাত চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় তিনি অনলাইনে শিক্ষার্থীদের উদ্দেশ্য বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রকল্পের ব্যাপারে আলোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন। সভার শেষে আসাদুজ্জামান রনি তার বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যাপারে বিভিন্ন কথা বলেন এবং খুদে বিজ্ঞানিদের বিভিন্ন প্রকল্প তৈরিতে উৎসাহ প্রদান করেন এবং অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন।সম্মানিত সভাপতি এবং অতিথি বৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প এবং স্টল পরিদর্শন করেন। পরবর্তীতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পে জুনিয়র গ্রুপে হাজী জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, সিনিয়র গ্রুপে জয়নাল আবেদীন কলেজ । বিজ্ঞান অলিম্পিয়াডে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং বাদাঘাট সরকারি কলেজ ১ম স্থান অধিকার করে।-অনলাইন ডেস্ক/ সিলেট