ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

বার্তা বিভাগ
ডিসেম্বর ১৬, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিG

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সকালে এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও র‍্যালি করা হয়। পরে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন ও স্কুল, কলেজ, মদ্রাসা, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লে প্রদর্শন করা হয়।’
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, নির্বাহী অফিসার আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না খাতুন,
পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, বেলকুচি থানার ওসি আসলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেলখোশ আলী প্রামাণিক প্রমুখ। কুচকাওয়াজ ও শারীরিক ডিসপ্লেতে অংশগ্রহনকারী স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]