ঢাকা১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাছে থাকতেই ফরমালিন দেয়া হচ্ছে লিচুতে

বার্তা বিভাগ
জুন ১, ২০১৮ ৬:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল আওয়াল ।।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রাণীশংকৈল হরিপুরে ফরমালিন ছিটানো হচ্ছে লিচু বাগানগুলোতে।
কিছু অসাধু লিচু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে অধিক মুনাফার লোভে দেদারসে এসব কারবার করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে লিচুর বাগান করা হয়েছে। যা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। উপজেলার বিভিন্ন লিচু বাগান সরজমিনে ঘুরে দেখা যায় ব্যবসায়ীরা সময়ের আগে লিচু বাজারজাত করার জন্য অপরিপক্ক লিচুতে ফরমালিন স্প্রে করছে। ফলে অপরিপক্ক ফলটি দুই থেকে তিন দিনের মধ্যে পেকে যাচ্ছে। সাথে সুন্দর রং হচ্ছে। ফরমালিন হচ্ছে একটি রাসায়নিক যৌগ। যা ব্যবহারের ফলে মানুষের অধিক স্বাস্থ্যের ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে। ভোমরাদহ ডাঙ্গীপাড়া গ্রামের আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, আশরাফ, আলতাফুর, দিনাজপুর জেলার বিরল উপজেলার আব্দুর রহমান সহ বেশ কয়েকজন অসাধু ব্যবাসায়ীরা লিচুতে ফরমালিন ব্যবহার করছে। যাতে করে সময়ের আগেই লিচুর সুন্দর রং এবং পেকে যাচ্ছে। যা খেয়ে শিশু সহ মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা কৃষি অফিসার আবুল কালাম আজাদ জানায়, লিচুতে ফরমালিন স্প্রে করা যায় না তবে তারা অন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে পারে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ জানান, আমাদের এখানে ফরমালিন পরীক্ষা নিরীক্ষা করার কোন ব্যবস্থা নেই। তবে আমি ঢাকা ও রাজশাহীতে কথা বলেছি দু একদিনের মধ্যেই ঢাকা থেকে ফরমালিন বিশেষজ্ঞ টিম আসবে। তারপর পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]